দেশের প্রায় ৩ শতাংশ মানুষ গ্লুকোমা রোগে আক্রান্ত

- আপডেট সময় : ০৭:২৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
দেশের প্রায় ৩ শতাংশ মানুষ গ্লুকোমা রোগে আক্রান্ত। অথচ এই রোগে আক্রান্তদের ৯৬ শতাংশই জানেন না যে, তারা গ্লুকোমায় আক্রান্ত। সকালে রাজধানীর উত্তরায় ঢাকা আই-কেয়ার হসপিটালে বিশ্ব গ্লুকমা সপ্তাহ ২০২০ উপলক্ষে দিনব্যাপী গ্লুকমা রোগ শনাক্তকরণ, রেলি ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা একথা জানান।
আলোচনা অনুষ্ঠানে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, দেশের খ্যাতিমান গ্লুকমা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. হারুন উর রশীদ। তিনি জানান, অনিরাময়যোগ্য অন্ধত্বের প্রধানতম কারণ- চোখের গ্লুকমা রোগ। এটি দৃষ্টির নীরব ঘাতক। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা আই-কেয়ার হসপিটালের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ গোলাম সারওয়ার, বাংলাদেশ গ্লুকমা সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. মিজানুর রহমান, মহাসচিব ডা. সালমা পারভীন ও সিনিয়র সাংবাদিক আবেদ খানসহ অনেকে। এসময় গ্লুকমা রোগ এবং এর প্রতিরোধ সম্পর্কে জনগণকে সচেতন হবার আহ্বান জানানো হয়।