তৃতীয় বিশ্বের শোষিত ও বঞ্চিত মানুষের সবচেয়ে বড় নেতা ছিলেন বঙ্গবন্ধু: অধ্যাপক ড. আবুল কাশেম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু কেবল বাংলাদেশের ইতিহাসেই নন, বিংশ শতকে তৃতীয় বিশ্বের শোষিত ও বঞ্চিত মানুষের সবচেয়ে বড় নেতা ছিলেন। বাঙালি জাতি ও রাষ্ট্র উদ্ভবে তাঁর অবদান অনন্য। বিভিন্ন সময়ে বঙ্গবন্ধুকে ব্ল্যাকআউট করার অপচেষ্টা হয়েছে। কিন্তু তা সফল হয় নি। জন্মশতবার্ষিকীতে বঙ্গবন্ধুকে এভাবেই মূল্যায়ন করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম।এসএটিভিকে তিনি বলেন, বঙ্গবন্ধু কেবল স্বাধীনতায় নেতৃত্ব দেননি, তিনি নিজের চিন্তা থেকেই বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার মূলনীতি নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি জনগণের জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নেই আজ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।