করোনা ভাইরাসে কারণে আইপিএলের এবারের আসর অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
করোনাভাইরাসে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের এবারের আসর অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যার নিষ্পতি হবে ১৪ মার্চ আয়োজক কমিটির জরুরি বৈঠকে। যেখানে সকল দিক বিবেচনা করে নেয়া হবে নতুন সিদ্ধান্ত।
করোনা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় জনসমাগম এড়িয়ে চলা। তাই আইপিএল স্থগিত করার মাধ্যমে দর্শকদের উপস্থিতি আপাতত বন্ধ করে দেয়ার কথাই ভাবছে আয়োজকরা। আগামী ২৯ মার্চ আইপিএলের এবারের আসর–শুরুর কথা রয়েছে। এদিকে, আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সকল বিদেশি নাগরিকের ভিসা বাতিলের সিদ্ধান্ত দেয়া হয়েছে ভারতীয় সরকারের পক্ষ থেকে। তবে এ সিদ্ধান্তের আওতায় খেলাধুলার জন্য যে বিশেষায়িত ভিসা- সেটিও রয়েছে কি না তা পরিষ্কার করে বলা হয়নি। তাই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে শনিবার পর্যন্ত।