সাতক্ষীরায় গাছে গাছে পাখির নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলেছে পাখিপ্রেমী মানুষ

- আপডেট সময় : ০৪:১১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
প্রকৃতি ও পাখিদের চোখ ধাঁধানো দৃশ্য মিলবে সাতক্ষীরার ত্রিশমাইল পুলের হাট বাজারের গাছে গাছে। তিন বছরের বেশি সময় ধরে এই নিরাপদ আশ্রয়স্থল গড়ে তুলেছে এলাকার পাখিপ্রেমী মানুষ।
দেশের সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে উঠা নদী-নালা, খাল-বিল বেষ্টিত জেলা সাতক্ষীরা। প্রাকৃতিক পরিবেশ ও খাদ্য সংস্থানের কারণে পাখিদের অবাধ বিচরণ রয়েছে এখানে । শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দুরে ত্রিশমাইল পুলের বাজার এলাকায় স্থানীয়দের সহযোগিতায় গড়ে উঠেছে নিরাপদ আশ্রয়স্থল। গত তিন বছর ধরে এলাকার অসংখ্য গাছে আশ্রয় নেয় হাজারও পাখি।
পরিবেশ সংরক্ষণের স্বার্থে পাখিদের এমন আশ্রয়স্থল সংরক্ষণের সব সুবিধা দেয়ার আশ্বাস দিলেন পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।মানুষের যেমন বসবাস উপযোগি পরিবেশে প্রয়োজন ঠিক তেমনি পরিবেশের ভারসম্য রক্ষায় পাখি সংরক্ষণ ও নিরাপদ আশ্রয় স্থল গড়ে তোলা অপরিহার্য বলে মনে করেন পাখি বিশেজ্ঞরা।