রাজশাহী বিভাগের আট জেলার সব হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ইউনিট

- আপডেট সময় : ০২:৩৫:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
পূর্বপ্রস্তুতি হিসেবে কোয়ারেন্টাইনের জন্য রাজশাহীতে দুটি স্টেডিয়ামকে বেছে নেয়া হয়েছে। এছাড়া এই বিভাগের আট জেলার সব হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ইউনিট। তবে বিভাগীয় পর্যায়ে এখনো করোনা শনাক্তের কোনো উপকরণই নেই। তাই সন্দেহভাজন কোনো রোগীর সন্ধান পাওয়া গেলে, ভরসা করতে হচ্ছে ঢাকা আইইডিসিআরের ওপর।
রাজশাহী বিভাগে এখনো করোনার রোগী শনাক্ত হয়নি। তবে এরইমধ্যে প্রাথমিক লক্ষণ সন্দেহজনক হওয়ায় সিঙ্গাপুর ফেরত নওগাঁর এক যুবককে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হয়। তবে পরীক্ষা-নিরীক্ষার পর আইইডিসিআর তাকে করোনামুক্ত ঘোষণা করে। এছাড়া, বিদেশ ফেরত চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের কয়েক জনকে নিজ বাড়িতেই কোয়ান্টোইনে রাখে স্বাস্থ্য বিভাগ। এ অবস্থায় করোনা মোকাবেলায় রাজশাহী বিভাগজুড়ে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। এরইমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের নিয়ে সভা করেছে জেলা প্রশাসন। প্রশাসনের কর্মকর্তাদের ছাড়াও সজাগ রাখা হয়েছে চিকিৎসক ও নার্স।
তবে সকল প্রস্তুতি সম্পন্ন হলেও বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে করোনা ভাইরাস শনাক্তের উপকরণ নেই। ফলে সন্দেহজনক কোনো রোগী পাওয়া গেলে, আইইডিসিআরের ওপরই ভরসা করতে হবে বলে জানালেন রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের উপ-পরিচালক। করোনা সংক্রান্ত যে কোনো পরিস্থিতি সামাল দিতে রাজশাহীর আটটি জেলার সব হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও সাড়ে ছ’শোর বেশি বেড প্রস্তুত করা হয়েছে।
করোনা নিয়ে কোনো আতঙ্ক নয়, লক্ষ্মণ দেখা দিলে দ্রুত কাছের হাসপাতালে যোগাযোগের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পাশাপাশি সুস্থ ব্যক্তিদের অহেতুক মাস্ক ব্যবহারের প্রয়োজন নেই বলেও জানান তারা।