পদ্মাসেতু দেশের আত্মসম্মানের প্রতীক: প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:১৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
পদ্মাসেতু দেশের আত্মসম্মানের প্রতীক, বিশ্বব্যাংকের অভিযোগ ভুল প্রমাণ করে নিজস্ব অর্থায়নে যা নির্মাণ হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস নিয়েই বললেন খরস্রোতা পদ্মায় সেতু নির্মাণের চ্যালেঞ্জ সফল হবে। আশা করছেন, আন্ত:জেলা বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পায়নে গতি আনবে যোগাযোগ খাতের এই কর্মযজ্ঞ। সাম্প্রতিক স্বাস্থ্য আতংক করোনায় বাংলাদেশ ভালো আছে উল্লেখ করে, সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং পাচ্চর থেকে ভাঙ্গা ৫৫ কিলোমিটার রাস্তায় দুর্ভোগের সমাপ্তি হলো এক্সপ্রেসওয়ের মাধ্যমে। দক্ষিণাঞ্চলের দীর্ঘ এই যোগাযোগ ব্যবস্থায় চলাচল সহজ ও সংযোগ স্থাপন করেছে ২৫ টি সেতু। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এক্সপ্রেস ওয়ের। পাশাপাশি দ্বার উন্মোচন করেন তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ প্রকল্পের ৬ লেন বিশিষ্ট সড়কের।
বক্তব্যে উল্লেখ করেন, পদ্মাসেতুকে কেন্দ্র করে মহাসড়ক উন্নয়নের এ উদ্যোগ দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা জাতীয় আয়কে সমৃদ্ধ করবে।
সুবিধাভোগীর সংগে আলাপকালে ভুমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গণভবনে পরিচ্ছন্ন গ্রাম, পরিচ্ছন্ন শহর কর্মসূচির আওতায় দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করে করোনার বিষয়ে সতর্ক করেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সচেতন হবার আহবান জানান শেখ হাসিনা ।