রূপনগরের বস্তিতে আগুনের ঘটনা পরিকল্পিত: বিএনপি মহাসচিব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪০:২৬ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মিরপুরে রূপনগরের বস্তিতে আগুনের ঘটনা পরিকল্পিত দাবি করে সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শন শেষে তিনি এই দাবি জানান। এসময় মির্জা ফখরুল বলেন, একটি প্রভাবশালী মহল বস্তিগুলোতে বারবার আগুন লাগায়। আর এর থেকে তারা ফায়দাও লুটে নেয়। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না বলে এ ধরনের ঘটনা বারবার ঘটছে। জনগণের সরকার হলে তারা জনগণের কথা ভাবতো।