চট্টগ্রামে বেসরকারী কন্টেইনার ডিপোগুলোর অপারেশন বন্ধ করে দিয়েছে অফডক মালিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:২২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বাড়তি ভাড়া নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামে বেসরকারী কন্টেইনার ডিপোগুলোর অপারেশন বন্ধ করে দিয়েছে অফডক মালিকরা।
সকাল থেকে বেশ কয়েকটি শিপিং এজেন্টসহ বিভিন্ন কোম্পানীর কন্টেইনার গ্রহণ না করার কথা জানিয়েছে অফডকগুলো।এতে আমদানী রপ্তানী বাণিজ্যে নেতিবাচতক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।তবে অফডক মালিকদের সংগঠন বিকডা বলছে, বকেয়া থাকায় কয়েকটি কোম্পানীর কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তবে তা সামগ্রিক কোন সিদ্ধান্ত নয়। বকেয়া পরিশোধ করার সাথে সাথে কাজ শুরুর কথাও জানান তিনি। বন্দর কর্তৃপক্ষ জানায়,গত জানুয়ারী থেকে একতরফা ভাবে ২২ শতাংশ চার্জ অফডক মালিকরা। বিষয়টি অনেক কোম্পানী ও ব্যবসায়ী সংগঠন মেনে না নেয়ায় জটিলতা তৈরী হয়েছে।






















