দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন ছাড়া নতুন করে আর কেউ শনাক্ত হয়নি

- আপডেট সময় : ১০:৩৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন ছাড়া নতুন করে আর কেউ শনাক্ত হয়নি বলে জানিয়েছেন আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। মঙ্গলবার দুপুরে মহাখালীতে আইইডিসিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। এছাড়া করোনা সন্দেহে আটজনকে আইসোলেশনে, আর চারজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলেও জানান আইইডিসিআর পরিচালক। তবে এ নিয়ে দেশে শঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলেও জানান ডা. সেব্রিনা ফ্লোরা।
দেশে করোনা ভাইরাসের সবশেষ পরিস্থিতি জানাতে আইইডিসিআর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৭টিসহ এ পর্যন্ত মোট ১২৭ জনের নমুনা পরীক্ষা করা হলেও ৩ জন ছাড়া নতুন কাউকে শনাক্ত করা যায়নি।
করোনা ভাইরাস নিয়ে দেশে শঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানান ডা. ফ্লোরা।
করোনার বিস্তার রোধে, দেশের বাইরে থেকে যারা ফিরছেন তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার অনুরোধ জানান আইইডিসিআর পরিচালক। বিদেশ থেকে আসা কারো মধ্যে করোনার লক্ষণ বা উপসর্গ দেখা দিলে দ্রুত আইইডিসিআরের হটলাইন নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানান ডা. ফ্লোরা।