ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনসহ ৪ দফা দাবীতে অবস্থান কর্মসূচী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া রুটে ব্রাহ্মণবাড়িয়া এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেনসহ ৪ দফা দাবীতে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত চার দফা দাবী সম্পর্কে বলেন, একটি নতুন আন্তনগর ট্রেন চালু করা, কালনী এবং বিজয় এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা বিরতি, ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি এবং ব্রাহ্মণবাড়িয়া রেলষ্টেশনকে প্রথম শ্রেনীর মর্যাদা প্রদান করতে হবে। কর্মসূচীতে আরো উপস্থিতি ছিলেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য, আতাউর রহমান শাহীনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।