ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে আংশিক গাফিলতি থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনকে এককভাবে দায়ী করা যায় না

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৯:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
ডেঙ্গু রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আংশিক গাফিলতি থাকলেও ঢাকার দুই সিটি করপোরেশনকে এককভাবে দায়ী করা যায় না।
সোমবার হাইকোর্টে দাখিল করা বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।রাষ্ট্রপক্ষ জানায়, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এই প্রতিবেদনের ওপর শুনানি হতে পারে। গেল বছর ১২ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গু ও চিকুনগুনিয়া নির্মূলে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থতার কারণ এবং দায়ীদের চিহ্নিত করতে বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে তদন্তের নির্দেশ দেন হাইকোর্ট। গঠিত কমিটিকে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে সুপারিশনামা তৈরির নির্দেশও দেয় উচ্চ আদালত।