বিশ্বের বিভিন্ন দেশ প্রথমত বঙ্গবন্ধুর নামে, দ্বিতীয়ত খেলাধূলার কারণে বাংলাদেশকে চেনে: চীফ হুইপ

- আপডেট সময় : ০৭:০৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
বিশ্বের বিভিন্ন দেশ প্রথমত বঙ্গবন্ধুর নামে, দ্বিতীয়ত খেলাধূলার কারণে বাংলাদেশকে চেনে বলে মন্তব্য করেছেন চীফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
দুপুরে মাদারীপুরের শিবচর পৌরসভা অডিটরিয়ামে, ঢাকার পাইওনিয়ার ফুটবল লীগ চ্যাম্পিয়ন ইলিয়াস আহমেদ চৌধুরী স্মৃতি সংসদের খেলোয়াড় ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চীফ হুইপ একথা বলেন। এ সময় মাদারীপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও ক্লাবটির সভাপতি মুনির চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, শিবচর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সামসুদ্দিন খান, পৌর মেয়র মোহাম্মদ আওলাদ হোসেন খানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চীফ হুইপ জানান, বাংলাদেশের খেলাধূলার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রকল্প- একটি আন্তর্জাতিক অলিম্পিক ভিলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এর সধ্যে ৭টি স্টেডিয়াম, ফাইভ স্টার হোটেল, সুইমিংপুলসহ খেলাধূলার সব আধুনিক সুযোগ-সুবিধা থাকবে।