রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির চারদিন পর নববধূ সুইটি খাতুন পূর্ণির মরদেহ উদ্ধার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
 - / ১৬৪৭ বার পড়া হয়েছে
 
রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির চারদিন পর নববধূ সুইটি খাতুন পূর্ণির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।
সকাল ৭টার দিকে শ্যামপুর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করেছে জেলেরা। এর আগে গেল তিনদিনে আটজনের মরদেহ পাওয়া গেলেও নিখোঁজ ছিল পূর্ণি। সকালে নববধূর মরদেহ পাওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। গেল শুক্রবার সন্ধ্যায় বৌভাত শেষে পদ্মার ওপারে চরখিদিরপুর থেকে দুটি নৌকায় চড়ে ৪১ যাত্রী কনের বাড়ি পবা উপজেলার ডাঙ্গেরহাটে ফিরছিল। এ সময় দু’টি নৌকা ডুবে যায়। এতে নববধূ ছাড়াও শিশু ও নারী-পুরুষসহ ৯ জন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিইটিএ’র ডুবুরি দল তিনদিন ধরে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এদিকে, এ ঘটনায় এরইমধ্যে তদন্ত কমিটি কাজ শেষ করেছে। আজই প্রতিবেদন জমা দেয়া হবে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান।
																			
																		















