মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু কাপ টি-২০ টুর্ণামেন্টের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু কাপ টি-২০ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সকালে টুর্ণামেন্টের উদ্বোধন করেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডাঃ এবিএম জাফর উল্যাহ। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আবদুল মান্নান বাবুলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন এমপি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদস্য রিয়াজ উদ্দিন বাবুল। এছাড়া টুর্নামেন্টে পরিচালনা কমিটির সদস্য সচিব সিরাজ উদ্দিন স্বপনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাসব্যাপী এ টুর্ণামেন্টে নোয়াখালী ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।