পাবনার হেমায়েতপুর ধামে শুরু হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
পাবনার হেমায়েতপুর ধামে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম আবির্ভাব-বর্ষ স্মরণ মহোৎসব।
সন্ধ্যায় প্রার্থনা এবং মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পাবনা-৫ সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জনপ্রতিনিধি আশ্রম নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এই উৎসবে সমবেত প্রার্থনা, সদগ্রন্থাদি পাঠ, কর্মী বৈঠক, ভক্তিমূলক গান, মাতৃ সম্মেলন, ধর্মালোচনা, লোকরঞ্চন, রামায়ণগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে সাজানো হয়েছে। আগামী মঙ্গলবার শেষ হবে এই মহোৎসব। আয়োজকরা জানান, ঠাকুর অনুকুলচন্দ্রের জীবন আদর্শ ও তার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে প্রতি বছরে দোল পূর্ণিমাতে আয়োজন করা হয় এই মহোৎসব।