নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
দলীয় সিদ্ধান্তে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী সোলায়মান আলম শেঠ।
সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। সোলায়মান আলাম শেঠ জানান, আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতেই দলীয় সিদ্ধান্তে সিটি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। মনোনয়ন পত্র প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যেই বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হবে বলেও জানান তিনি। নির্বাচনে নিজেদের প্রার্থীর অনুপস্থিতিতে জাতীয় পার্টির কর্মী সমর্থকরা কোন প্রার্থীকে সমর্থন করবে সে বিষয়েও দলীয় সিদ্ধান্ত পরে জানানো হবে বলেও জানান জাতীয় পার্টির এই প্রেসিডিয়াম সদস্য।