নরেন্দ্র মোদির সফরকে ঘিরে আইন-শৃংখলাবাহিনী কড়া নজর রাখছে: স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৬:০৪:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে ঘিরে দেশে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইন-শৃংখলাবাহিনী কড়া নজর রাখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
দুপুরে নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি বলেন, মোদি সম্মানিত অতিথি। তাই এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে সরকার। নওগাঁ জেলা পুলিশের উদ্যোগে ধামইরহাট থানা চত্ত্বরে এ অনুষ্ঠানে ৫৬ জন মাদকসেবী স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। এসময় তার হাতে ফুল তুলে দিয়ে তাদের স্বাগত জানান, স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গত দু’বছরে সীমান্ত হত্যা বেড়েছে। তবে এমন পরিস্থিতি জিরো টলারেন্সে নামিয়ে আনতে কাজ করছে সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এর আগে ধামইরহাট থানা কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।