বিচার বিভাগের ওপর সরকারের প্রভাবের কারণেই জামিন পায় জিকে শামীমের মতো অপরাধীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বিচার বিভাগের ওপর সরকারের প্রভাবের কারণেই জামিন পায় জিকে শামীমের মতো অপরাধীরা– এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার সাময়িক জামিনের জন্য পরিবার আবেদন করেছে বলে জানান বিএনপি মহাসচিব। এ সময় তিনি অভিযোগ করেন, দেশের শীর্ষ সন্ত্রাসীরা জামিন পেলেও সরকারের হস্তক্ষেপের কারণেই জামিন হচ্ছে না খালেদা জিয়ার। তার মুক্তির আন্দোলনকে জোরদার করতে বিএনপির সব নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।