স্প্যানিশ লিগের বিগ ম্যাচে রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ লিগের বিগ ম্যাচে রাতে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।
লা লিগায় জয়ের ধারায় ফেরার মিশন বার্সেলোনার। এল ক্ল্যাসিকোতে পরাজয়ে টেবিলের শীর্ষস্থান হারিয়েছে কাতালানরা। ন্যু-ক্যাম্পে ম্যাচ তারপরও সতর্ক স্বাগতিক শিবির। সোসিয়েদাদের দ্রুতগতির ফুটবল ভোগাতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এদিকে, মাঠের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না বার্সেলোনার। এরই মাঝে চোট পাওয়া খেলোয়াড়ের তালিকা আরও লম্বা করে ছিটকে গেলেন মিডফিল্ডার আর্থার। সবমিলিয়ে মুখোমুখি ৫১ দেখায় বার্সার জয় ৩২টিতে, সোসিয়েদাদের মাত্র ৮টি। এই পরিসংখ্যানটাই কিছুটা স্বস্তি দেবে মেসি-গ্রিজম্যানদের।