আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে ‘জয় বঙ্গবন্ধু’ আলোকচিত্র প্রদর্শনী
- আপডেট সময় : ০৩:২২:২৭ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৬১২ বার পড়া হয়েছে
ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ-রত বঙ্গবন্ধুর একটি অপ্রকাশিত ছবিসহ বেশ কিছু প্রকাশিত ও অপ্রকাশিত ছবি নিয়ে আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে চলছে ‘জয় বঙ্গবন্ধু’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনী। শুক্রবার প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন; ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ মারা সু ও নন্দিত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ।
প্রদর্শনীর প্রতিটি ছবি ইতিহাসের এক একটি ঘটনার সাক্ষী। আলোছায়ার যুগলবন্দীতে সেকালের গল্পকে ফ্রেমের বাঁধাই করেছেন ক্যামেরার কবি।
প্রখ্যাত এই আলোকচিত্রী, খুব কাছে থেকে স্বাধীনতার মহান স্থপতির নানা দুর্লভ মুহূর্তকে ধরে রেখেছিলেন আলো-ছায়ার খেলায়। মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গকৃত এই প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন শিল্পী শাহবুদ্দিন আহমেদ আর মহান সে নেতার প্রতি শ্রদ্ধা জানান ফরাসি রাষ্ট্রদূত।
মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিচ্ছেন বঙ্গবন্ধু। কিংবা ধানমন্ডি ৩২ নম্বর বাড়ির সিঁড়ি দিয়ে নামছেন শেখ মুজিব। এমন অনেক অনবদ্য মুহূর্তের সাক্ষী এ প্রদর্শনী চলবে ২৪ মার্চ পর্যন্ত।
















