অং সান সু চিকে দেয়া আরও একটি সম্মাননা কেড়ে নিলো লন্ডন সিটি

- আপডেট সময় : ১১:৫৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মিয়ানমার সরকারের উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চিকে দেয়া আরও একটি সম্মাননা কেড়ে নিলো লন্ডন সিটি।
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার সু চির এ সম্মাননা বাতিল করে লন্ডন সিটি করপোরেশন। মিয়ানমারে গণতন্ত্র ফেরাতে কাজ করায় ২০১৭ সালের মে মাসে অং সান সু চিকে সম্মাননা দিয়েছিল লন্ডন সিটি করপোরেশন। সশরীরে উপস্থিত থেকে ওই সম্মাননা এবং পুরস্কার গ্রহণ করেন মিয়ানমারের নেত্রী। গত ডিসেম্বরে হেগ শহরে আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা ইস্যুতে গাম্বিয়ার করা মামলার শুনানিতে বিতর্কিত অবস্থানের পর তিনি আর এ সম্মাননার যোগ্য নন বলে একমত হয়েছে সিএলসি। এর আগে কানাডার পার্লামেন্টের দেয়া সম্মানসূচক নাগরিকত্ব, ব্রিটেনের অক্সফোর্ড শহরের সম্মাননা, গ্লাসগো নগর কাউন্সিলের ‘ফ্রিডম অব সিটি’, লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থা- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়া সম্মাননা হারিয়েছেন সু চি।