শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২০
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার তৃতীয় ওয়ানডে শনিবার। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। পচেফস্ট্রুমে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এরই মধ্যে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওয়ানডেতে ৭৪ রান আর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। এবার হোয়াইটওয়াশের মিশন স্বাগতিকদের সামনে। সিরিজ জয়ে, আত্মিবশ্বাসী দক্ষিন আফ্রিকার, শেষ ম্যাচেও সেরাটা দেয়ার প্রত্যয়। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর মিশন অস্ট্রেলিয়ার। সিরিজ হারলেও শেষ ম্যাচে জয় পেতে মরিয়া ক্যাঙ্গারুরা।