নারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠলো ভারত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে প্রথমবারের চ্যাম্পিয়ন ও তিনবারের রানার্সআপ ইংল্যান্ডের বিদায়। প্রথম সেমিফাইনালে দুর্ভাগ্যজনকভাবে বিশ্বকাপ থেকে বিদায়ে পরিসংখ্যানে এগিয়ে ফাইনালে উঠলো ভারত।
সিডনিতে বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আর তাতেই কপাল খুলেছে ভারতের। গ্রুপপর্বে বেশি জয়ের সুবাদে প্রথমবারের মতো ফাইনালে নাম লিখিয়েছে হারমানপ্রিত কাউরের দল। গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে সব কটিতেই জয় পায় ভারত। অপরদিকে, ৪ ম্যাচে ৩টি জয় নিয়ে সেমিফাইনালে উঠে ইংল্যান্ড। সেমিতে উঠেও না খেলে বিদায়ে রীতিমত হতাশ ইংলিশ অধিনায়ক হিদার নাইট। অন্যদিকে, রিজার্ভ ডে থাকা উচিত ছিল বলে মনে করেন ভারতের অধিনায়ক হারমানপ্রিত কাউর।