এফএ কাপের বিগ ম্যাচে শেফিল্ড ওয়েন্সডেকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি

- আপডেট সময় : ০৭:৫৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
এফএ কাপের বিগ ম্যাচে শেফিল্ড ওয়েন্সডেকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ম্যানচেস্টার সিটি। অন্য ম্যাচে জয় পেয়েছে লেস্টার সিটি। আর নরউইচের কাছে টাইব্রেকে হেরে পঞ্চম রাউন্ড থেকে ছিটকে গেছে টটেনহাম।
কেভিন ডি ব্রুইনা না থাকলেও হিলব্রোতে শক্ত দল নামিয়েছিলো ম্যানচেস্টার সিটি। তবুও শেফিল্ড ওয়েন্সডেতে হারাতে ঘাম ঝড়েছে গার্দিওলার দলের। প্রথমার্ধে ইংলিশ চ্যাম্পিয়নদের বিরুদ্ধে স্বাগতিকরা ছিলো উজ্জীবিত। তবে দুর্ভাগ্য নিকোলাস ওতামেন্দি এবং বেঞ্জামিন মেন্ডির। দুজনের শটই বাধা পাই বারে লেগে। আর দ্বিতীয়ার্ধের ম্যাচের ৫৩ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন সার্জিও অ্যাগুয়েরো। এদিকে, এফএ কাপ থেকে হেভিয়েটদের বিদায়ের মিছিলে যোগ দিলো টটেনহাম। নরউইচের কাছে টাইব্রেকে হেরে পঞ্চম রাউন্ড থেকে বিদায় নিল লিলিহুয়াইটরা। অন্য ম্যাচে রিকার্দো পেরেইরার একমাত্র গোলে বার্মিংহামকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে লেস্টার সিটি।