অধিনায়কত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী

- আপডেট সময় : ০৭:৫০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
অধিনায়কত্ব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে কাল শেষ ওয়ানডে খেলতে নামবেন নড়াইল এক্সপ্রেস। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন মাশরাফি। তবে, অধিনায়কত্ব ছাড়লেও, খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অবিচল ক্যাপ্টেইন ফ্যান্টাসটিক। এছাড়া নিজের অভিজ্ঞা দিয়ে নতুন অধিনায়ককে সাহায্য করার কথাও জানিয়েছেন মাশরাফি।
জিম্বাবুয়ের বিপক্ষে অসম লড়াইয়ের পানসে সিরিজে আগেই বাড়তি ঘি ঢেলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যার পরিপূর্ণ রূপ দিলেন অধিনায়ক মাশরাফি। যতটা না আলোচনায় সিরিজের প্রত্যাশা। তার চেয়েও বেশি আলোচনায় ছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা। ম্বাবুয়ের বিপক্ষে অধিনায়ক হিসেবে শেষ সিরিজ মাশরাফির। বোর্ড সভাপতি এমন বক্তব্য–অবশেষ বাস্তব রূপ পেয়েছে মাশরাফির কণ্ঠে। জিম্বাবুয়ের বিপক্ষেই শেষ হচ্ছে অধিনায়ক হিসেবে মাশরাফি অধ্যায়। অধিনায়কত্ব ছাড়লেও এখনই ক্রিকেট ছাড়ছেন না নড়াইল এক্সপ্রেস। ফিট থাকলে খেলে যেতে চান আরো কয়েক মৌসুম।
গুরু দায়িত্ব ছেড়েছেন। কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে খেলা চালিয়ে যাওয়ার বিষয়ে অবিচল ম্যাশ। তাই পরবর্তী অধিনায়কের সঙ্গে নিজের অভিজ্ঞতা শেয়ার করার কথা জানিয়েছেন মাশরাফি বিন মোর্ত্তজা।