সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্য আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১৩ সদস্যকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার মধ্যরাতে সাভারের হেমায়েতপুরের হারুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। গেল রাতে সাভার থানার একটি সাধারণ ডায়েরীর তদন্তকালে ডাকাতির খবর পায় পুলিশ। পরে গোয়েন্দা পুলিশের সদস্যরা হেমায়েতপুর হারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে একটি মিনি কভার্ড থেকে ৩ জনকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশী করে দুটি দেশীয় অস্ত্র এবং কভার্ড ভ্যানের ভিতর থেকে আরও ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
























