সিরাজগঞ্জে দুইশত বছরের পুরনো ৩২টি রৌপ্য মুদ্রা উদ্ধার
- আপডেট সময় : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৬২০ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন বাড়ীর মাটি খনন করার সময় পাওয়া দুইশত বছরের পুরনো ৩২টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে পুলিশ।
দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ হাসিবুল আলম। তিনি জানান, প্রায় ১৫ দিন আগে উল্লাপাড়ার জনৈক বাবুল মৃধার বাড়ীতে বিল্ডিং নির্মাণের জন্য মাটি খনন কাজ চালায় ৪ শ্রমিক। খননের সময় মাটির নীচ থেকে রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত বিভিন্ন ধরনের ৩২টি প্রাচীন রৌপ্য মুদ্রা বেরিয়ে আসলে শ্রমিকরা সেগুলো ভাগভাগি করে নিয়ে যায়। পরে শ্রমিকরা মুদ্রাগুলো বিক্রির চেষ্টা চালালে পুলিশের নজরে আসে। এরই সূত্র ধরে গেলরাতে শ্রমিকদের কাছ থেকে ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত মুদ্রাগুলো রানী ভিক্টোরিয়ার ছবি সম্বলিত ১৮০০ খ্রীস্টাব্দের। এগুলোর মধ্যে ৩টির গায়ে ইংরেজিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওয়ান রুপি ও ২৯টির গায়ে ওয়ান রুপি ইন্ডিয়া লেখা রয়েছে। উদ্ধার হওয়া মুদ্রাগুলো প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে যোগাযোগ করে আইনী প্রক্রিয়ায় হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

















