লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ১৯ কিলোমিটার অংশে সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ

- আপডেট সময় : ০৩:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ১৯ কিলোমিটার অংশে সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ২২ কোটি টাকার এ কাজ শেষ হতে না হতেই রাস্তাটির বিভিন্ন জায়গা দেবে যাওয়াসহ ফাটল দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও দায়সারাভাবে কাজ করে বরাদ্দকৃত টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করা হচ্ছে বলছেন স্থানীয়রা।
২০১৯-২০২০ অর্থবছরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের ১৯ কিলোমিটার সংস্কারের জন্য ২১ কোটি ৯২ লাখ ৩৩ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। কাজটি মার্চের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কার্পেটিং করা সড়কে রোলারিংয়ে পাথরগুলো গুড়ো হয়ে যাচ্ছে। খনন যন্ত্র দিয়ে পুরনো সড়কটি উল্টিয়ে ব্ল্যাকটপ ভেঙে বালু ছিটিয়ে পানি দিয়ে রোলারিং করা হচ্ছে। কোথাও পাথর ও বালুর সুষম বন্টন দৃশ্যমান নয়। কর্মকর্তাদের ম্যানেজ করে সরকারের কোটি কোটি টাকা লোপাটের পাঁয়তারা চলছে বলে জানান স্থানীয়রা।
তবে কাজে অনিয়মের অভিযোগ অস্বীকার করেন লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুব্রত দত্ত ।
সরকারি টাকা অপচয় রোধে সংস্কার কাজ কঠোরভাবে তদারকির দাবি এলাকাবাসীর।