সিলেট গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে বিশ্ব মানের সেবা দেবার প্রত্যয় জানালেন সালাহউদ্দিন আহমেদ

- আপডেট সময় : ০৩:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৭০৩ বার পড়া হয়েছে
সৌন্দর্যের লীলাভূমি সিলেটের পর্যটন শিল্পের সমৃদ্ধিতে নতুন ইতিহাসের গোড়াপত্তন করলো এস এ গ্রুপ এন্ড কোম্পানীজের মালিকানাধীন আন্তর্জাতিক পাঁচ তারকা মানসম্পন্ন গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট। আধূনিক সব সুযোগ সুবিধা সম্বলিত এ হোটেলে বিশ্ব মানের সেবা দেবার প্রত্যয় জানালেন এস এ গ্রুপের কর্ণধার সালাহউদ্দিন আহমেদ। আর এটি নির্মাণে সম্পৃক্ত দেশী বিদেশি কৌশলীরা বলছেন, পর্যটন শিল্পে বাংলাদেশের নতুন দিগন্তের সূচনা করবে গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট।
চোখ ধাঁধানো ও জমকালো নির্মাণশৈলী, আধূনিক স্থাপত্য, আর মনোরম ও বাহারি আলোচ্ছটায় সিলেটের বুকে ঠাঁই নিলো গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্ট। আধূনিক জীবন যাপন উপভোগের কোনো অনুষঙ্গই বাদ পড়েনি বিশেষায়িত এই হোটেলে। গ্রাহকদের সন্তুষ্টির জন্য মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলা হয়েছে এস এ গ্রুপ অব কোম্পানীজের পাচ তারকা মানেরে এই হোটেলটি।
গেলো মঙ্গলবার গ্রান্ড প্যালেসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। এসময় উপস্থিত ছিলেন সাংসদ মোর্শেদ আলম, সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীসহ গণ্যমান্য অতিথিরা। সব কণ্ঠেই ছিলো গ্রান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের প্রশংসা।
সন্ধ্যা থেকে গভীর রাত অব্দি চলে একঝাঁক বিনোদন তারকার আকর্ষণীয় সাংস্কৃতিক পরিবেশনা; যা মুগ্ধ করেছে সিলেটবাসীকে।
গ্রান্ড প্যালেস নির্মাণে সরঞ্জাম ও টেকনোলজি সরবরাহ করেছে দেশি ও বিদেশি একঝাঁক দক্ষ কৌশলী ও প্রতিষ্ঠান। পেশাদিরত্ব ও আন্তরিকতার সর্বোচ্চ বহি:প্রকাশ ঘটিয়েছেন গ্রান্ড প্যালেসের প্রতিটি পরতে পরতে।
বাংলাদেশের হোটল এন্ড রিসোর্ট জগতে গ্রান্ড প্যালেসের মধ্যদিয়ে প্রথম নতুন কিছুর সন্নিবেশের কথা জানান তারা।
গ্র্যান্ড প্যালেস হোটেল এন্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক জানালেন, নির্মাণে যেমন স্বাতন্ত্র রাখা হয়েছে তেমনি সেবার মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।
আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল গড়ে উঠায় উচ্ছসিত সিলেটবাসী।