চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৬০২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। ভাংচুর করা হয়েছে এফ রহমান হল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৫২ জনকে আটক করেছে।
মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এই সংঘর্ষ চলে। শিক্ষার্থীরা জানায়, বুধবার বিকেলে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর অনুসারী শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন বিজয় ও সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দিনের অনুসারী সিক্সটি নাইন গ্রুপের মধ্যে সংঘর্ষের সুত্রপাত হয়। এরই জের ধরে রাতে ফের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এফ রহমান হলে দু’বার দখল ও পাল্টা দখলের ঘটনায় ব্যাপক ভাংচুর চালানো হয় হলটিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভোরে ক্যাম্পাসে অভিযান চালায় পুলিশ। এ ঘটনায় ক্যাম্পাস জুড়ে সকাল থেকে থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো সময় ফের সংঘর্ষের আশংকায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।