মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনা ও ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির আয়োজন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পাবনা ও ময়মনসিংহে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সকালে পাবনার চাটমোহর পলিটেকনিট ইন্সটিটিউট, অরবিটল লিংক স্কুল অ্যান্ড কলেজ ও পার্শ্বডাঙ্গা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শণ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, ক্রীড়া, সহশিক্ষাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিকে,”মুজিববর্ষে অঙ্গীকার, গ্রামে গ্রামে পাঠাগার” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা। দুপুরে নগরীর জিমনেশিয়াম প্রাঙ্গনে বইমেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। বইমেলা চলবে ১০ মার্চ পর্যন্ত।