বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা

- আপডেট সময় : ০৮:২৮:১৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
শুরুর পর থেকেই কোটি মানুষের একমাত্র ভরসা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে জরুরি চিকিৎসা সেবা পাচ্ছেন না রোগীরা। যে কোনো ধরনের অসুস্থতায় রোগীদের চিকিৎসা না দিয়ে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হচ্ছে। অথচ প্রতিদিন জরুরী বিভাগে আসে রোগীদের ৪০ ভাগকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হলে ওয়ার্ডগুলোতে রোগীর চাপ কমতো। এক হাজার বেডের হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকে ১৮শ’থেকে দুই হাজার রোগী।
জরুরি বিভাগে ১০ চিকিৎসকের পরিবর্তে বেশীরভাগ সময় ৪ থেকে ৫ জন দায়িত্ব পালন করে আসছেন। এক দিনের জন্যও সম্পূর্ন পদ পূরণ হয়না। এ কারনে পর্যায়ক্রমে একজন চিকিৎসককে দায়িত্ব পালনে রোগীর চাপে হিমশিম খেতে হয়। সংকট রয়েছে নার্স থেকে শুরু করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীর। এর মধ্যে বেশীরভাগ ব্রাদার ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতে গিয়ে রোগীর সেবায় সময় দিতে পারে না। অপারেশন থিয়েটার থাকলেও সেখানে অপারেশন সম্ভব হয় না। নেই সেন্ট্রাল অক্সিজেনের লাইন।এত সংকটের মধ্যেও বরিশাল কেন্দ্রীয় কারাগারসহ বিভাগের ৫ জেলা কারাগার থেকে আসামীদের চিকিৎসার জন্য পাঠানো হয় মেডিকেলের প্রিজন সেলে। তাদেরকেও জরুরী বিভাগ থেকেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
জনবল বাড়িয়ে পদ পূরন হলে ভর্তি করা রোগীর চাপ কমানো সম্ভব, বললেন জরুরী বিভাগে কর্মরতরা।জরুরী বিভাগে স্বয়ংসম্পূর্ণ ওয়ার্ড স্থাপনের পাশাপাশি স্বয়ংসম্পূর্ণ অপারেশন থিয়েটারের দাবি জানালেন ইমার্জেন্সী মেডিকেল অফিসার। আর জরুরী বিভাগ আধুনিকায়নের আশ্বাসের দিলেন পরিচালক।এদিকে শুধু শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নয়, বরিশাল জেনারেল হাসপাতালসহ ১০ উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে বছরের পর বছর জরুরী কোন চিকিৎসা সেবা পাচ্ছে না রোগীরা। বেশীরভাগ হাসপাতালের জরুরী বিভাগ চিকিৎসক শূন্য।