১৫ মার্চ থেকে ভারত থেকে পেয়াঁজ আমদানি শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
১৫ মার্চ থেকে শুরু হচ্ছে ভারত থেকে পেয়াঁজ আমদানি। পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পাঁচ দিন পর এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে ভারত সরকার।
গেল রাতে ,ভারতের শিল্পমন্ত্রী পীযূষ গোয়াল জানান, মার্চের ১৫ তারিখ থেকে পেঁয়াজ রফতানি শুরু করা হবে। কৃষকদের স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গেল ২৬ ফেব্রুয়ারি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভাপতিত্বে আন্তমন্ত্রণালয়ের বৈঠকে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত হয়। এদিকে, হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে এর দাম কমে আসবে।অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির কারণে গত বছরের ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি একেবারে বন্ধ করে দেয় ভারত।