বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে আজ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
বাংলাদেশ-জিম্বাবুয়ের দ্বিতীয় ওয়ানডে আজ। এক ম্যাচ হাতে সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ। বিপরীতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য জিম্বাবুয়েনদের। সিলেটে দু’দলের ম্যাচটি মাঠে গড়াবে দুপুর ১টায়।
একদিনের ক্রিকেটে সবচেয়ে বড় জয় দিয়ে–জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে মিশন শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৯ রানের জয় পেয়েছে স্বাগতিকরা। এবার সিরিজ জয়ের মিশন। এক ম্যাচ হাতে রেখে যে লক্ষ্যে পৌঁছাতে চায় টাইগাররা। দীর্ঘদিন পর দলে ফিরে আলো ছড়িয়েছেন অধিনায়ক মাশরাফি ও সাইফুদ্দিন। এছাড়া রং ছড়িয়েছেন লিটন-মিথুনরাও। পারফরম্যান্সের ধারাবাহিকতা দ্বিতীয় ওয়ানডেতেও ধরে রাখতে চায় স্বাগতিক শিবির। অন্যদিকে, সিরিজে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। হতাশা কাটিয়ে চেনা কন্ডিশন কাজে লাগাতে মরিয়া জিম্বাবুয়ে।