সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে দেড় লাখ টাকা মুক্তিপন দাবিতে জেলে ইব্রাহিম সরদারকে অপহরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৬:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৮৮৩ বার পড়া হয়েছে
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে দেড় লাখ টাকা মুক্তিপন দাবিতে জেলে ইব্রাহিম সরদারকে অপহরণ করেছে বনদস্যু জোনাব বাহিনীর সদস্যরা।
সকালে গোলাখালী সংলগ্ন জোনাব খালের এলাকায় মাছ ধরার সময় ওই জেলেকে অপহরণ করা হয়। অপহৃত জেলের বরাত দিয়ে পার্শ্বেখালী গ্রামে আশুতোষ জানিয়েছে, কদতলা বন অফিস থেকে পাশ নিয়ে জোনাবখালী এলাকায় মাছ ধরার সময় জোনাব বাহিনীর সদস্যরা ইব্রাহিম সরদারকে অপহরণ করে মুক্তিপণের জন্য দেড় লাখ টাকা দাবি করে। অপহৃত ওই জেলে খুলনার কয়রা উপজেলার চাকলা গ্রামে ইসমাইল সরদারের ছেলে।