আশ্রয় কেন্দ্রেগুলোতে পানি সংকটে কারণে নষ্ট হচ্ছে পানি সংরক্ষণের বিভিন্ন উপকরণ
- আপডেট সময় : ০৯:৩৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / ১৫৮০ বার পড়া হয়েছে
সিডর ও আইলা বিধ্বস্ত উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্রেগুলোতে পানি সংকটে কারণে নষ্ট হচ্ছে পানি সংরক্ষণের বিভিন্ন উপকরণ। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি পেলেও পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি তুলেছেন উপকূলীয় জনপ্রতিনিধিরা। জেলা প্রশাসন বলছেন, দুর্যোগ মোকাবেলায় অবকাঠামোর পাশপাশি সক্ষমতা বৃদ্ধির জন্য আরও অবকাঠামো নির্মাণ চলমান রয়েছে।
২০০৭ সালের ১৫ নভেম্বর সিডরের পর সরকারি-বেসরকারি উদ্যোগে বাগেরহাট উপকূলীয় এলাকায় নির্মাণ করা হয় ঘূর্নিঝড় আশ্রয়কেন্দ্র। দূর্যোগ মোকাবেলায় নেয়া হয় নানা সচেতনতামূলক কার্যক্রম। তবে আশ্রয়কেন্দ্রগুলোতে নেই প্রয়োজনীয় সুযোগ সুবিধা। এ কারণে পড়তে হয় নানা ভোগান্তিতে। এইসব আশ্রয়কেন্দ্রে মানুষ থাকার উপযুক্ত ব্যবস্থা নেই মন্তব্য করে নারী পুরুষের জন্য আলাদা ইউনিট করার দাবি জানালেন এই ইউপি চেয়ারম্যান।
নতুন করে আশ্রয়কেন্দ্র নির্মাণের মধ্য দিয়েই এই সমস্যার সমাধান করা সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক। বাগেরহাটের ৯ উপজেলায় ৩৪৫টি বিদ্যালয়কে আশ্রয়কেন্দ্রের উপযোগি করে গড়ে তোলা হয়েছে।





















