খালেদা জিয়ার জামিন দেয়া না দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার: তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৬৫০ বার পড়া হয়েছে
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার জামিনের বিষয়ে আদালতের উপর কেউ হস্তক্ষেপ করছে না। জামিন দেয়া না দেয়ার বিষয়টি আদালতের এখতিয়ার বলেও উল্লেখ করেন তিনি।
দুপুরে রাজধানীর বাংলা মটরে দৈনিক সময়ের আলোর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী আরো বলেন, বিএনপির নেতারা দুর্নীতিগ্রস্ত বলে অন্যের দোষ খুঁজে বেড়ায়। আওয়ামী লীগে দুর্নীতিবাজদের কোনো স্থান নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করছে বলেই সব সুচকে এগিয়ে আছে বাংলাদেশ। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।






















