মোদীর সফরের বিরোধিতা না করে স্বাগত জানানোর আহবান

- আপডেট সময় : ০৮:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২০
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের বিরোধিতা না করে, তাকে স্বাগত জানানোর আহবান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। আর, ভারতের পররাষ্ট্র সচিব বলেন, দিল্লির ঘটনা পূর্ব পরিকল্পিত। এটিকে, ধর্মীয় ইস্যু বানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম।
ভারতে সাম্প্রতিক সহিংসতায় প্রাণ গেছে ৪২জনের। সংখ্যালঘু মুসলমানদের বাড়ি-ঘর ও মসজিদে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে করা বিক্ষোভের জেরে এসব ঘটছে। মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় প্রধানমন্ত্রী নরেদ্র মোদির আগমন নিয়ে বৈঠক করতে সচিবালয়ে আসেন সে দেশের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রীংলা। দেখা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সাথে। সংক্ষিপ্ত বৈঠক শেষে তিনি বলেন, মোদির সফরে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন মাত্রা পাবে।
তিনি বলেন, নাগরিকত্ব আইনে কোনো গোষ্ঠী বা ধর্মীয় বিষয় নেই। এ নিয়ে দু’দেশের সম্পর্কে কোনো ফাটল ধরবে না।তার কথার রেশ ধরে ওবায়দুল কাদের বলেন, অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। প্রতিবেশি দেশের ঘটনার বাংলাদেশে প্রভাব কিছুটা পড়ছে বলেও মনে করেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ হতে পারে। তবে, মুজিববর্ষে মোদীকে স্বাগত জানানো উচিৎ বলে মনে করেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।মোদীর উপস্থিতিতে কিছু অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানান, ওবায়দুল কাদের।