নিহত পুলিশ সদস্যদের স্মরণে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে।
সকালে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ ঢাকার মিরপুর পুলিশ স্টাফ কলেজে পুলিশ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আলোচনা সভায় পুলিশ মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী জানান, আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অপরাধীদের গ্রেফতারসহ দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধানে বাংলাদেশের পুলিশ সদস্যরা অত্যন্ত গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করছে। আর কর্তব্য পালন করতে গিয়ে প্রতিবছর অনেক পুলিশ সদস্য নিহত হন। দায়িত্ব পালনকালে তাঁদের আত্মত্যাগ গোটা পুলিশ বাহিনীকে গৌরবান্বিত করে। পরে নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গকে নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা স্বীকৃতি স্মারক প্রদান করা হয়।