নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
মুজিববর্ষ উদযাপনকে ঘিরে বাংলাদেশে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ সম্মান দেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-এর ওয়েবসাইট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। নরেন্দ্র মোদীর ঢাকা সফরের বিষয়ে বিস্তারিত আলোচনা করতে আগামীকাল আসছেন ভারতের পররাষ্ট্র সচিব।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল- ২০২০ এর ওয়েবসাইট উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। এ সময় মুজিববর্ষে নরেন্দ্র মোদীর সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান দেয়ার হবে। মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও মুজিববর্ষে রাজধানীথে আসতে পারেন বলও জানান এ কে মোমেন। এসময় ভারতের দিল্লিতে নাগরিকত্ব আইনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে বাংলাদেশের অবস্থান জানতে চাওয়া হলে পররাষ্ট্রমন্ত্রী জানান, দিল্লির সহিংসতা পর্যবেক্ষণ করছে বাংলাদেশ।