চীনের বাইরে ইরান ও ইতালিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ

- আপডেট সময় : ১০:৪১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
চীনের বাইরে ইরান ও ইতালিতে করোনাভাইরাস প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে। ইউরোপের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ইতালিতে। দেশটিতে এ পর্যন্ত ৮শ’ ৮৮ জন আক্রান্ত হয়েছে, মারা গেছেন ২১ জন। এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২ হাজার ৯শ’ ৯২ জনের। আর আক্রান্ত হয়েছে ৮৫ হাজারেরও বেশি।
ইউরোপের মধ্যে ইতালিতেই করোনাভাইরাসের প্রাদুর্ভাব সবচেয়ে মারাত্মক। ইতালির পরিস্থিতি দেখে প্রতিবেশী সব দেশ সীমান্ত বন্ধ করে দিয়েছে। এদিকে, বিশ্বের ৫০টিরও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। চীনে এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে ২ হাজার ৮৩৫ জন, শনাক্ত হয়েছে ৭৯ হাজার ২৫১ জন। অ্যান্টার্কটিকা ছাড়া বিশ্বের সব মহাদেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতে করোনা সংক্রমিত হয়েছে ৩ হাজার ১৫০ জন এবং মারা গেছেন ১৬ জন। এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসের বিস্তারে বৈশ্বিক স্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা জারি করে মহামারির শঙ্কা প্রকাশ করেছে।