বিএনপিকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না সরকার :মির্জা ফখরুল ইসলাম আলমগীর

- আপডেট সময় : ০৭:৪৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
বিএনপিকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতে দিচ্ছে না সরকার- এমন অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণকে সংগঠিত করে খালেদা জিয়াকে মুক্ত করার কথাও জানান তিনি। এদিকে নয়াপল্টনে বিক্ষোভ কর্মসূচিতে পুলিশি বাধা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে মহানগরে নতুন করে মানববন্ধনসহ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করীব রিজভী । সোহান খানের প্রতিবেদন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি–পুলিশের অনুমতি না থাকায় তা বাতিল করেছে বিএনপি।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে বঙ্গমাতা ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেয়ায়-নিরাপত্তার স্বার্থে বিক্ষোভের অনুমতি দেয়নি পুলিশ।
এর প্রতিবাদে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রোববারে ঢাকা মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করীব রিজভী।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার সব গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় সভায় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দিল্লীতে মুসলিম নির্যাতনে সরকারের নিরবতার সমালোচনা করেন।
খালেদা জিয়ার মুক্তির একমাত্র রাজপথেই হতে পারে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা।