বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ব্রুনাইয়ের হাই কমিশনার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৩:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ব্রুনাইয়ের হাই কমিশনার হাজী হারিজ বিন ওসমান।
দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান হাই কমিশনার।পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি । শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর সমাধী সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন ব্রুনাইয়ের হাই কমিশনার । এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল বাকী, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলাইমান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের উপস্থিত ছিলেন।