চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বচনে ভোটার উপস্থিতি বাড়াতে সাধারণ ছুটি বাতিলসহ স্বল্প পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়ার কথা ভাবা হচ্ছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বচনে ভোটার উপস্থিতি বাড়াতে সাধারণ ছুটি বাতিলসহ স্বল্প পরিসরে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
সকালে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিসের মিলনায়তনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দিতে এসে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, অতিতে ভোটের বুথে কোথাও কোথাও অবাঞ্চিত ব্যাক্তিরা প্রবেশ করতে পারে কিন্তু আগামীতে যাতে এমন ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে কমিশনের সকল কর্মকর্তাদের সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে। ব্যালেট প্যানেলে সেনা মোতায়েন করতে বিএনপি প্রার্থীর দাবি অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া প্রার্থীদের হলফনামা যাচায় বাছায় করতে আইন অনুযায়ী পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।