ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্টে ভারতের মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায়।
ওয়ানডে সিরিজ থেকেই হার শুরু ভারতের। সিরিজের প্রথম টেস্ট হারের পর ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্ট যেন ভারতের জীবন-মরণের ব্যাপার। এর আগে ওয়েলিংটন টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়ে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে কেন উইলিয়ামসনের দল। ক্রাইস্টচার্চে তাই কিউইদের সামনে কোহলিদের হোয়াইটওয়াশ করার সুযোগ। এদিকে, ক্রাইস্টচার্চের নতুন এ ভেন্যুতে এখন পর্যন্ত ৬টি টেস্ট খেলেছে নিউজিল্যান্ড। একমাত্র প্রতিবেশী অস্ট্রেলিয়া ছাড়া বাকি পাঁচ ম্যাচে অপরাজিত কিউই শিবির।