আন্তঃকোন্দলে ফেনীর সোনাগাজীতে দুই ডাকাত নিহত

- আপডেট সময় : ০২:৪৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
আন্তঃকোন্দলে ফেনীর সোনাগাজীতে দুই ডাকাত নিহত হয়েছে। এদিকে, যশোরের মণিরামপুরে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে আরেকজন। পুলিশের দাবি, সে ডাকাত দলের সদস্য।
গেল রাত ২টার দিকে, উত্তর মঙ্গলকান্দি গ্রামের বিসমিল্লাহ ব্রিকফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোলাগুলির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এসময় গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে তাদের সোনাগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, তারা ডাকাত দলের সদস্য। এদিকে, ঘটনাস্থল থেকে দেশী তৈরী ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
যশোরের মণিরামপুর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেগারিতলায় এ ঘটনা ঘটে। নুরুল হক ওরফে কেরু ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে পুলিশ। ঘটনস্থল থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।