সুনামগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। হাওর বেষ্টিত এসব প্রাথমিক বিদ্যালয়ে নেই টিউবওয়েল। আর যেগুলোতে আছে, তাও অকেজো অবস্থায় পড়ে আছে। একারণে খাবার পানির অভাবে কোমলমতি শিক্ষার্থীদের চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার ১ হাজার ৪৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বেশির ভাগ বিদ্যালয়ে নলকুপ না থাকায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছে শিক্ষার্থী ও অভিভাবকরা। এরমধ্যে ২২৬টি প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল থাকলেও বেশিরভাগই অচল।
অচল টিউবওয়েলগুলো সচল করার কাজ চলছে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
নতুন প্রকল্পের আওতায় জেলার সবকটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিউবওয়েল স্থাপন করা হবে বললেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী।