আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার মাত্র: মওদুদ আহমদ

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের পতন এখন সময়ের ব্যাপার মাত্র, এমন দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমদ।
দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। দেশে আইনের শাসন ও গণতন্ত্র না থাকায় খালেদা জিয়ার জামিন হচ্ছে না বলেও দাবি করেন মওদুদ। গণতান্ত্রিক দেশে সভা সমাবেশের জন্য পুলিশের কাছ থেকে অনুমতির প্রয়োজন নেই বলেও জানান তিনি। আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি না হয়ে আন্দোলনের বিকল্প নেই বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। এর আগে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, বিদ্যুত ও ওয়াসার বিল বৃদ্ধি করে জনগণের পকেট কাটার ফন্দি করছে সরকার। এর দাম প্রত্যাহারের দাবিও জানান তিনি।