একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়ে গেছেন জাতির পিতা: স্বরাষ্ট্রমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সকালে গাজীপুরের আনসার-ভিডিপি একাডেমিতে এক অনুষ্ঠানে এ কথা বলেন। আসাদুজ্জামান খান আরো বলেন, একটি রাজনৈতিক নির্দেশনা মেনে চলছেন তারা। সেখানেই আছে বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, বাংলাদেশ এবং বিদেশ থেকে আগত ভিআইপিদের অধিক নিরাপত্তা দেয়ার জন্য আনসার ব্যাটালিয়নের নতুন আনসার ব্যাটালিয়ন সৃজন করা হয়েছে। এর আগে, মন্ত্রী সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সাধারণ আনসারদের উদ্দেশ্যে দিকনির্দেশক বক্তব্য দেন। পরে প্রধান অতিথি ফ্লাগ রেইজিং এর মাধ্যমে নব সৃজিত আনসার গার্ড ব্যাটালিয়নের উদ্বোধন ঘোষণা করেন।