করোনাভাইরাস মহামারিতে রুপ নিয়েছে

- আপডেট সময় : ০১:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪০ বার পড়া হয়েছে
চীনের উহান শহর থেকে উৎপত্তি করোনাভাইরাস মহামারিতে রুপ নিয়েছে বিশ্বব্যাপী। এরইমধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে বিশ্বের ৪০টিরও অধিক দেশে। আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৭০০ মানুষ। আর মারা গেছেন ২ হাজার ৮০৩ জন।
বৃহস্পতিবার চীনের স্বাস্থ্য কমিশন দাবি করেন, দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে এসেছে। বুধবার ২৪ ঘণ্টায় চীনে মারা গেছেন ২৬ জন। আর সংক্রমিত হয়েছে ৪৩৩। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ হাজার ৪৯৭ জন। আর মৃত্যু হয়েছে দুই হাজার ৭৪৪ জন। এদিকে, চীনে ভাইরাসটির প্রকোপ কমলেও বেড়েছে বিশ্বব্যাপী। দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁদিয়েছে ১৩ জনে। আর আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৯৫ জন। এছাড়া চীনের বাইরে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে ইরানে। ১২ জন মারা গেছে ইটালিতে। জাপানে মোট আক্রান্ত হয়েছে ৬৯৩ জন। আর মৃত্যু হয়েছে ৭ জনের। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মোকাবিলায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে দায়িত্ব দিয়েছে মার্কিন প্রেমিডেন্ট ট্রাম্প। এদিকে, ভারতের একটি বিশেষ বিমানে ২৩ জন বাংলাদেশি নাগরিককে চীনের উহান থেকে নিয়ে আসা হয়েছে। তারা এখন দিল্লিতে আছেন। ভারতের ওই বিশেষ বিমানটি তাদের নাগরিকদের ফেরত আনার জন্য গিয়েছিল।